শনিবার, ৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

২৮ এপ্রিল থেকে খুলছে সব শিক্ষা প্রতিষ্ঠান

অনলাইন ডেস্ক | আপডেট: বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

২৮ এপ্রিল থেকে খুলছে সব শিক্ষা প্রতিষ্ঠান
বর্তমান তাপমাত্রা বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা নয়। তাছাড়া দেশের সব অঞ্চলের তাপমাত্রাও সমান নয়। তীব্র তাপপ্রবাহের কারণে বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) মন্ত্রণালয়ে প্রকাশিত এ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী রোববার (২৮ এপ্রিল) থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার জন্য সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ সময় শিক্ষার্থীদের শ্রেণী কক্ষের বাইরের সব কার্যক্রম থেকে বিরত রাখতে হবে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এসেম্বলি বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত আগামী শনিবারেও (৪ মে) শ্রেণী কার্যক্রম চালু থাকবে।

এর আগে বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার জানিয়েছিলেন, চলমান আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় শিক্ষা প্রতিষ্ঠান ২৮ এপ্রিলের পর খোলার বিষয়ে সিদ্ধান্ত হবে। এদিকে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর (মাউশি) বলেছিল, শিক্ষা প্রতিষ্ঠান আর বন্ধ না রেখে অনলাইনের মাধ্যমে ক্লাস করানোর কথা চিন্তা করা হচ্ছে।  

এদিকে নতুন করে আরও তিন দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এ তিন দিন পর তাপমাত্রা কমবে কি না সেটারও নিশ্চয়তা নেই। পুরো এপ্রিল মাসজুড়েই তাপপ্রবাহ চলমান থাকবে। মে মাসে শুরুতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

গত শনিবার তীব্র গরমের কারণে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি এক সপ্তাহের জন্য বাড়ানো হয়। এ ছাড়া তীব্র গরমের কারণে অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। এ ছাড়া জবি সব ধরনের পরীক্ষা চলতি সপ্তাহের জন্য স্থগিত করে।
0 Comments